Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রূপসায় একই দিনে দুই বাড়ি ডাকাতি
বিস্তারিত

রূপসায় একই দিনে দুই বাড়ি ডাকাতি, জখম ৩, আটক ১, দিন দুপুরে চুরি
-----------------------------------------------------
স্বর্ণচাঁপাঃ রূপসা উপজেলায় একই রাতে ২ বাড়ীতে ডাকাতি সহ দিন দুপুরে অপর এক বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। 
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানাগেছে গত ২১ জুলাই ভোর ৩ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মোজাম শেখের বাড়ীতে ৫/৬ জনের একদল ডাকাত প্রবেশ করে। সু-কৌশলে বাড়ীর দ্বিতলায় উঠে উক্ত পরিবারের কাপড় চোপড় কেটে মুখে বেধে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জোড়া কানের দুল, ২ টি হার, ২টি আংটি, নগদ ৩০ হাজার টাকা ও ২ টি মোবাইল সহ দামী কাপড় চোপর লুট করে। পরিবারের সদস্যরা তাদেরকে আটকে ফেলার চেষ্টা করলে ডাকাত দল মোজাম শেখ (৫০), তার স্ত্রী ফজিলা বেগম (৪৫) এবং তার পুত্র আরমান শেখকে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তাদের চিৎকারে এলাকাবাসী বের হয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পর মুহুর্তে নৈশ কালীন প্রহরীরা এক ডাকাতকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃত ডাকাত আনোয়ার হোসেন (৩৫) এর বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার সিগনাল এলাকায়। তার পিতা মৃত ফজলুল হক বলে পুলিশ জানায়। অপরদিকে একই রাতে নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোজাম্মেল হকের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। সেখানে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২ টি দামী মোবাইল লুট করে নিয়ে যায়। তাছাড়া গত ২২ জুলাই বিকালে টিএসবি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বিপন্ন কুমার বিশ্বাসের বাড়ীতে চুরি সংঘটিত হয়। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরেরা নগদ ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় বলে পারিবারিক সূত্রে জানাগেছে। ডাকাতির ঘটনায় মোজাম শেখের পুত্র রুবেল ওরফে আরমান বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছে। ডাকাতি ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ বদিউজ্জামান, রূপসা থানার ওসি মো: রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) আ: রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/07/2018
আর্কাইভ তারিখ
24/12/2019